০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার শুভ সূচনা

নিউজ আপডেট
নিউজ আপডেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে আফগানিস্তান। লড়াই চালিয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি রহমত শাহ। দলের শেষ ব্যাটার হিসেবে ৯০ রানে সাজঘরে ফিরেছেন তিনি। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ৩১৫ রান তাড়া করতে নেমে আফগানিস্তানের ইনিংস থেমেছে ২০৮ রানে।

আফগানিস্তানের হাড়টা নিশ্চিত হয়ে গিয়েছিল ৫০ রানে ৪ উইকেট পড়ার পরপরই। এরপর বাকিটা পথ একরকম একাই লড়াই করে গেছেন রহমত শাহ। সেই লড়াইটা হাড়ের ব্যবধান কমানোর। রান রেট কমিয়ে রাখার। যাতে বাকি দুই ম্যাচে সুযোগ নেওয়া যায়।তবে শেষ পর্যন্ত পারলেন না তিনি। এখানে অবশ্য বাকিদেরই দায় বেশি। যার ফলে একা লড়াই করেও তিনি পারলেন না দলের বড় হার ঠেকাতে। বিপরীতে ১০৭ রানের বড় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

অথচ, কদিন আগেই এই দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ হারিয়েছে আফগানিস্তান। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মঞ্চেও সেই স্বপ্ন দেখেছিল দলটি। তবে বড় মঞ্চে তাদের বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে প্রোটিয়ারা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
৫৫

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার শুভ সূচনা

আপডেট: ১২:১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে আফগানিস্তান। লড়াই চালিয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি রহমত শাহ। দলের শেষ ব্যাটার হিসেবে ৯০ রানে সাজঘরে ফিরেছেন তিনি। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ৩১৫ রান তাড়া করতে নেমে আফগানিস্তানের ইনিংস থেমেছে ২০৮ রানে।

আফগানিস্তানের হাড়টা নিশ্চিত হয়ে গিয়েছিল ৫০ রানে ৪ উইকেট পড়ার পরপরই। এরপর বাকিটা পথ একরকম একাই লড়াই করে গেছেন রহমত শাহ। সেই লড়াইটা হাড়ের ব্যবধান কমানোর। রান রেট কমিয়ে রাখার। যাতে বাকি দুই ম্যাচে সুযোগ নেওয়া যায়।তবে শেষ পর্যন্ত পারলেন না তিনি। এখানে অবশ্য বাকিদেরই দায় বেশি। যার ফলে একা লড়াই করেও তিনি পারলেন না দলের বড় হার ঠেকাতে। বিপরীতে ১০৭ রানের বড় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

অথচ, কদিন আগেই এই দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ হারিয়েছে আফগানিস্তান। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মঞ্চেও সেই স্বপ্ন দেখেছিল দলটি। তবে বড় মঞ্চে তাদের বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে প্রোটিয়ারা।