শিরোনাম:
সড়ক দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় তার গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক হঠাৎ করে গাড়িবহরের একটি গাড়ির দিকে এগিয়ে আসে। এতে করে গাড়িটি কড়া ব্রেক করলে পেছনের গাড়িগুলো সামনের গাড়িতে ধাক্কা দেয়। এর মধ্যে সৌরভ গাঙ্গুলীর গাড়িও ছিল।