পলাতক এমপির ভাগ্নের দখলে গুরুত্বপূর্ণ শ্রীমঙ্গল ওয়ারহাউস
বাংলাদেশ কেরু এন্ড কোম্পানির সবচেয়ে স্পর্শকাতর বিক্রয় কেন্দ্র হিসেবে পরিচিত শ্রীমঙ্গল ওয়ার হাউজে চুয়াডাঙ্গা ১ আসনের সাবেক এমপি এবং একাধিক মামলার পলাতক আসামি আলী আজগর টগরের আপন ভাগ্নে ছাত্রলীগ নেতা এজাজ বাপ্পি গত সাত বছর ধরে সহকারী এজেন্ট হিসেবে কাজ করছে। জুলাই বিপ্লবের পরে সবকিছুতে পরিবর্তন আসলেও শ্রীমঙ্গল ওয়ারহাউজে এখনো আওয়ামী দোসররা বহাল তবিয়তে রয়ে গেছে। এ ব্যাপারে কেরু এন্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাব্বিক হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। শ্রীমঙ্গল ওয়ার হাউসে আমাদের প্রতিবেদক এর অনুসন্ধানে উঠে এসেছে নানা অনিয়ম। আর এই অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রতি ইস্যুতেই বাপ্পির নেতৃত্বে শ্রীমঙ্গল ওয়ার হাউসে চলছে লুটপাট। এসব অনিয়মের ব্যাপারে এজাজ বাপ্পির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি প্রতিবেদকের ফোন ধরেননি।