১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

শহীদ আবু সাঈদ পরিবারকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

নিউজ আপডেট
নিউজ আপডেট

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ মার্চ) সেনাসদরে আবু সাঈদের বাবার হাতে সহায়তার চেক তুলে দেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

গত বছরের ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালে নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। মাতৃভূমির জন্য তার নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপর গত ১০ ডিসেম্বর আবু সাঈদের বাবা হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে ঢাকা সিএমএইচ এ আনা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।

উল্লেখ্য, ২৩ মার্চ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে আবু সাঈদের বাবা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
২১

শহীদ আবু সাঈদ পরিবারকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

আপডেট: ০৯:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ মার্চ) সেনাসদরে আবু সাঈদের বাবার হাতে সহায়তার চেক তুলে দেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

গত বছরের ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালে নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। মাতৃভূমির জন্য তার নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপর গত ১০ ডিসেম্বর আবু সাঈদের বাবা হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে ঢাকা সিএমএইচ এ আনা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।

উল্লেখ্য, ২৩ মার্চ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে আবু সাঈদের বাবা উপস্থিত ছিলেন।