শিরোনাম:
মূল্যস্ফীতি এক বছরের মধ্যে সর্বনিম্ন
দীর্ঘসময় ধরে চলতে থাকা উচ্চ মূল্যস্ফীতি অবশেষে নিম্নমুখী ধারায় ফিরেছে। সরকারি তথ্য অনুযায়ী, আগের মাসগুলোর তুলনায় গত মাসে উল্লেখযোগ্য হারে কমেছে দেশের মূল্যস্ফীতি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, গত ফেব্রুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে দশমিক ৬২ শতাংশ। অর্থাৎ মানুষের জীবনধারণের ব্যয় কিছুটা কমেছে। তবে একই সময়ে মানুষের আয়ও কমে গেছে। অর্থাৎ মানুষের ব্যয় কমার সঙ্গে সঙ্গে কমেছে আয়ও। ফলে মূল্যস্ফীতি কমলেও স্বস্তি ফিরছে না জনজীবনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত মাসিক ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে বিবিএস