শিরোনাম:
মার্কিন শুল্কনীতিতে বিশ্ববাজারে মন্দ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্ধারিত শুল্ক নীতি কার্যকর হওয়ায় বিশ্ববাজারে মন্দাভাব দেখা দিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত থেকে কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক নীতি কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার ট্রাম্প বলেছেন, পরিকল্পনা অনুযায়ী ওই তিন দেশের ওপর শুল্ক আরোপ করা হবে। তার ওই মন্তব্যের পর পরই উত্তর আমেরিকার বাণিজ্য যুদ্ধ আরও প্রবল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া আর্থিক বাজারকেও অস্থির করে তুলেছে ট্রাম্পের ওই ঘোষণা। সোমবার বিকেলে যুক্তরাষ্টসহ এশিয়া এবং অস্ট্রেলিয়ার শেয়ার দরে পতন হয়েছে। পাশাপাশি মেক্সিকান পেসো এবং কানাডিয়ান ডলারেরও পতন হয়েছে।