শিরোনাম:
কুমিল্লা ইপিজেডে পণ্য রপ্তানিতে নতুন রেকর্ড
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পণ্য রফতানিতে রেকর্ড গড়েছে কুমিল্লা ইপিজেড
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পণ্য রফতানিতে রেকর্ড গড়েছে কুমিল্লা ইপিজেড
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে পণ্য রফতানিতে রেকর্ড গড়েছে কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (ইপিজেড)। গত তিন বছরে এখান থেকে প্রায় তিন বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছে। চলতি বছর রফতানি গত তিন বছরকে ছাড়িয়ে এক হাজার মিলিয়ন ডলার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুমিল্লা ইপিজেডের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরের সাত মাসে (জুন থেকে জানুয়ারি) ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছে। বাকি পাঁচ মাসে এটি এক হাজার মিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে। বিগত বছরগুলোতে এমন রফতানির রেকর্ড নেই। এই সাফল্য এবারই প্রথম।