শিরোনাম:
সন্ধ্যার পর থেকে রাজধানীতে যৌথ বাহিনীর কম্বাইন্ড টহল শুরু
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, পুরো ঢাকা এবং দেশের যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেখানে সোমবার সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হবে। এ ছাড়া সারা দেশে বাড়ানো হবে চেকপোস্ট। দ্রুত চলাচলের জন্য মোটরসাইকেলের টহল বাড়ানো হবে। এ ছাড়া বাড়ানো হবে গোয়েন্দা তৎপরতাও।
এ সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সোমবার সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। এ বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি আরও উন্নত করার সুযোগ রয়েছে।