শিরোনাম:
অস্ত্রসহ চার ছিনতাইকারি গ্রেফতার
কুমিল্লায় অস্ত্রসহ ৪ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে শহরতলীর ধর্মপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা।
এর আগে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় র্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গ্রেফতার ছিনতাইকারীরা হলো- ধর্মপুর এলাকার শিপন মিয়ার ছেলে আশিকুর রহমান (৩২), সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের ছেলে জামিল হোসেন (১৯), নগরীর মোগলটুলী এলাকার জাকির হোসেনের ছেলে জিসান (১৯), ব্রাহ্মণপাড়া উপজেলা সাহেবাবাদ এলাকার আসিফুর রহমান আসিফ (২২)।