মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল আওয়ামীলীগের শতাধিক নেতা এখনো ধরাছোঁয়ার বাইরে!
মৌলভীবাজার জেলার প্রায় অর্ধ শতাধিক এবং শ্রীমঙ্গল উপজেলার প্রায় কয়েক ডজন আওয়ামী লীগের নেতাকর্মী একাধিক মামলা থাকার পরও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন । এদের মধ্যে আবার বেশ কিছু নেতা আছেন যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনুসারী । শ্রীমঙ্গল উপজেলা পৌর এবং কলেজ ছাত্রলীগের প্রায় ২০ থেকে ৩০ জন চিহ্নিত নেতাকর্মী আছেন যারা ৫ ই আগস্ট এর আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছেন তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এছাড়া শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সবাই বিভিন্ন মামলায় আসামি হবার পরও এখনো গ্রেফতার এড়িয়ে চলতে পারছেন। অনুসন্ধানে জানা গেছে এসব নেতারা বিএনপি দুই গ্রুপের বিভক্তির সুযোগ নিয়ে গ্রেফতার এড়িয়ে চলতে পারছেন। এ ব্যাপারে প্রশাসনের তৎপরতা আছে কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন সারা বাংলাদেশে বিশেষ অভিযান চললেও মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল তার ব্যতিক্রম এর কারণ হলো এখানকার রাজনৈতিক বিভাজন। আর এর সুযোগ নিয়েই চিহ্নিত অপরাধীরা এখনো ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে।