০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কুড়িগ্রামে খাস জমি দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত

নিউজ আপডেট
নিউজ আপডেট

কুড়িগ্রাম থেকে সংবাদদাতা: কু‌ড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মো: বেলাল হোসেন (৫২) নামের একজন নিহত হয়েছেন।

নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ (খাস জমি) নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল। জমি নিয়ে কয়েক‌দিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালের দিকে দুই গ্রুপ খাস জমি দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন আহত হলে তাকে হাসপাতাল নেয়ার পথে মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়ে‌ছেন। নিহত ব্যক্তি সম্পর্কে আব্দুল হাকিমের ভাতিজা।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তছলিম উদ্দিন জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চলছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
৩৮

কুড়িগ্রামে খাস জমি দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত

আপডেট: ০৯:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

কুড়িগ্রাম থেকে সংবাদদাতা: কু‌ড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মো: বেলাল হোসেন (৫২) নামের একজন নিহত হয়েছেন।

নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ (খাস জমি) নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল। জমি নিয়ে কয়েক‌দিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালের দিকে দুই গ্রুপ খাস জমি দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন আহত হলে তাকে হাসপাতাল নেয়ার পথে মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়ে‌ছেন। নিহত ব্যক্তি সম্পর্কে আব্দুল হাকিমের ভাতিজা।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তছলিম উদ্দিন জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চলছে।