০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বর থেকে যেসব আলামত সংগ্রহ করেছে সিআইডি

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হাড়গোড় পাওয়া গেছে। এ সংক্রান্ত আলামত সংগ্রহ করেছে সিআইডি। তবে এগুলো মানুষের, নাকি অন্য কোনো প্রাণির, তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আলামত সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে সিআইডির একটি ফরেনসিক টিম ভবনের নিচে এসে এক টুকরো হাড়, এক সেট জামা ও এক জোড়া জুতা সংগ্রহ করেছে। তারা সেগুলো পরীক্ষা করে দেখবে, হাড়টি মানুষের কি-না।

এর আগে আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে, এমন সন্দেহে ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
২৮

ধানমন্ডি ৩২ নম্বর থেকে যেসব আলামত সংগ্রহ করেছে সিআইডি

আপডেট: ০২:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হাড়গোড় পাওয়া গেছে। এ সংক্রান্ত আলামত সংগ্রহ করেছে সিআইডি। তবে এগুলো মানুষের, নাকি অন্য কোনো প্রাণির, তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আলামত সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে সিআইডির একটি ফরেনসিক টিম ভবনের নিচে এসে এক টুকরো হাড়, এক সেট জামা ও এক জোড়া জুতা সংগ্রহ করেছে। তারা সেগুলো পরীক্ষা করে দেখবে, হাড়টি মানুষের কি-না।

এর আগে আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে, এমন সন্দেহে ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।