জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বাংলাদেশ চাইলে আইসিসিতে যেতে পারে
জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন-নির্যাতনের বিচার ও তদন্ত প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বলেছেন, সার্বজনীন বিচারব্যবস্থায় এসব ঘটনা যদি সরকার চায় তাহলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (আইসিসি) রেফার করতে পারে। গতকাল ৫ই মার্চ জেনেভায় মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলো, নাগরিক সমাজসহ সাংবাদিকদের সামনে তিনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট উপস্থাপন করেন। তবে ওই রিপোর্ট গত ১২ই ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। তার বিস্তারিত ছাপা হয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে। গতকাল মূলত সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সামনে আনুষ্ঠানিকভাবে ওই রিপোর্ট উপস্থাপন করেন ভলকার তুর্ক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম, জুলাই ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মীর মাহমুদুর রহমান, মায়ের ডাকের সানজিদা ইসলামসহ বেশকিছু পরিচিত মুখ। ভলকার তুর্ক জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, আন্দোলনের সময় আহতদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন নভেম্বরে।