শিরোনাম:
অস্কার জিতলেন অ্যাড্রিয়ান ব্রডি
অ্যাড্রিয়ান ব্রডি সেরা অভিনেতা হিসেবে তার ক্যারিয়ারের দ্বিতীয় অস্কার পেলেন ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে। সোমবার (৩ মার্চ) ‘দ্য ব্রুটালিস্ট’ চলচ্চিত্রে এক দূরদর্শী হাঙ্গেরিয়ান স্থপতির ভূমিকায় অভিনয়ের জন্য এ পুরষ্কার লাভ করেন তিনি। এ পুরস্কার লাভের মাধ্যমে তিনি হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজের অবস্থান আরো শক্তিশালী করলেন।
‘দ্য ব্রুটালিস্ট’ চলচ্চিত্রে তিনি ‘লাজলো তোথ’ চরিত্রে অভিনয় করেছেন, যিনি হলোকাস্ট থেকে বাঁচে এবং আমেরিকান ড্রিম খোঁজার জন্য যুক্তরাষ্ট্রে চলে যান।