শিরোনাম:
নারায়ণগঞ্জের তিন মামলায় পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর
নারায়ণগঞ্জের সদর মডেল থানার ১টি ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় আদালতে হাজির করা হয় পলককে। এতে ৭ দিন করে ২১দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম সত্যতা নিশ্চিত করে বলেন, পলককে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এতে উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত প্রত্যেক মামলায় আলাদা করে ১২দিন রিমান্ড মঞ্জুর করেছেন।