শিরোনাম:
জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শীর্ষক আলোচনা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়াম হলে জুলাই কোন পরবর্তী বাংলাদেশ :প্রসঙ্গ ভারত শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সায়মা আহমেদ , আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবিধান সংশোধন কমিশনের সদস্য মোস্তাহিন জহির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন এক্টিভিস্ট নায়েল রহমান। বক্তারা সবাই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ভারতের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন।