১৫ বছর নাট্যমঞ্চগুলো স্বৈরাচারের চাটুকারিতায় লিপ্ত ছিলো : আতিক হেলাল
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট ছড়াকার ও সংগঠক আতিক হেলাল বলেছেন, গত ১৫ বছরে নাট্যাঙ্গন ও নাট্যমঞ্চগুলো ফ্যাসিস্ট মাফিয়াদের নির্লজ্জ চাটুকারিতায় লিপ্ত ছিলো। অনেকে চাটুকারিতায় বাধ্য হয়েছিলো। ৯০ দশক এবং তার আগেও দেশের নাট্যমঞ্চগুলো স্বৈরাচার হটানোর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু গত ১৫ বছর আমাদের নাটক সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে।
বাংলা একাডেমির একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টুর নাটকের বই ‘শর্ট স্ক্রিপ্ট’-এর পরিচিতি অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে কবি আতিক হেলাল বলেন, অতি স্বল্প সময়ের নাটকের মাধ্যমে তিনি সমাজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছেন। যা দেশের নাট্যাঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আমার বিশ্বাস, সাব্বির সেন্টুর ‘শর্ট স্ক্রিপ্ট’ থেকে নাটক নির্মাণ করা হলে তা নাট্যাঙ্গনে সাড়া ফেলবে।
আতিক হেলাল আরো বলেন, সাব্বির সেন্টুর বইটি হয়তো আগের লেখা নিয়ে করা হয়েছে। তার কাছে অনুরোধ থাকবে, তিনি যেন জুলাই-আগস্টের ছাত্র-গণ অভ্যুত্থানের বিষয় নিয়ে নাটক রচনা করেন। এই বিপ্লবের গল্প সকল মানব হৃদয়ে গেঁথে দিতে হবে। যাতে এই নাটক থেকে মানুষ সত্যিটা শিখতে এবং জানতে পারে।
মানবাধিকার সংগঠক মোমেন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যক্ষ সুরকার, গীতিকার ও গবেষক প্রফেসর মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক আবুল বাশার মজুমদার, সেলিনা সুলতানা শিউলি, এবি পার্টির নেতা শাহজাহান বেপারী, শরীফ হোসেন, দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন, নাট্যকার বশির খান, সোনিয়া আহমেদ প্রমুখ।